রোযার নিয়ত কি মুখে করা জরুরী?

রমজান মাস আসলেই একটি বিভ্রান্তি আমাদের মধ্যে দেখা যায়।
আর তা হলো  রোযার নিয়ত।
রোযার নিয়ত নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। অনেকেই মনে করেন, রোযার নিয়ত মুখে করতে হয়। সমাজে যে আরবী নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। অন্যথায় নাকি রোযা সহীহ হবে না। তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। রোযার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোযার সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোযার উদ্দেশ্যে সাহরী খেলেই রোযার নিয়ত হয়ে যায়। সুতরাং এ কথা ভাবার কোন সুযোগ নেই যে, মুখে রোযার নিয়ত না করলে রোযা হবে না।

 

এ বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ লিখা সমূহ:

রমযানুল মুবারক এ রাকাত সংখ্যানিয়ে বিবাদ ছাড়ুন নিজ ত্রুটি সংশোধন করুন

মাহে রমযান : পারস্পরিক সহযোগিতা বিবেচনা দায়িত্ব ও ছাড়ের কিছু কথা

 

Leave a Comment

Your email address will not be published.