শাওয়াল মাসের সাওমের আমল

রমজান মাস গত হয়েছে আজ ২৩ দিন।
অর্থাৎ আজ ২৪ শে শাওয়াল।
রমজান মাসে আমরা মহান রাব্বুল আলামীনের এক বিশেষ নির্দেশ সিয়াম পালন করেছি।
শাওয়াল মাসেও সিয়াম পালনের বিশেষ তাৎপরয হাদীসে পাওয়া যায়।
বল হয়েছে যে মুসলমান রমজান মাসে সিয়াম পালন করলো অতপর শাওয়াল মাসে একত্রে অথবা ভেঙ্গে ভেঙ্গে ৬ টি সিয়াম পালন করলো মহান রাব্বুল আলামীন তাকে সারা বছর সিয়াম পালনের সোয়াব দিবেন।

এইখানে একটি বিষয় লক্ষনীয় আপুদের দেখা যায় ৩-৭ টি সাওয়াম রামজান মাসের পর পালন করা লাগে আল্লাহর বিশেষ নির্দেশের জন্য।
এই ৩-৭ টি সিয়াম যদি শাওয়াল মাসে রাখা হয় তবে একত্রে দুইটিই আদায় হয়ে যাবে।
আর আমরা ভাইয়েরা ইচ্ছা করলে খুব সহজেই রাখতে পারি।

শাওয়াল মাস যেতে আর মাত্র ৬-৭ দিন আছে।
আমরা যারা এই ৬টি সিয়াম এখনো পলন করি নাই আমাদের জন্য এখনো সুযোগ রয়েগেছে। আমরা একটু চিষ্ঠা করলে এই বিশেষ সুযোগটি কাজে লাগাতে পারবো।

আলহামদুলিল্লাহ অনেক ভাই-বোনেরা এই নেক আমল করে ফেলেছেন।

আমরাও চেষ্ঠা করি।
মহান রাব্বুল আলামীন আমাদের বেশী বেশী মাকবুল নেক আমল করার তাওফিক দেন।
আমীন।

Leave a Comment

Your email address will not be published.