হজ্বে গেলে কি ব্যক্তির উপর একটি কুরবানীই আবশ্যক হয়?

প্রশ্ন

হজ্বে তামাত্তুকারীর উপর কুরবানী আবশ্যক। এখন কুরবানীর দিন সে কি এক কুরবানী করবে? নাকি দুই কুরবানী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হজ্বে তামাত্তুকারীর উপর দমে শোকর আবশ্যক হয়। যেটি কুরবানীর দিনসমূহে আদায় করতে হয়। সেই সাথে তার উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, আর তিনি মুকীম হন, তাহলে তার উপর ঈদুল আযহার কুরবানীও আবশ্যক হবে।

তাই তার উপর দু’টি কুরবানী করা আবশ্যক হবে।

স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যারা গমণ করে থাকেন, তারা হজ্বে তামাত্তুরই নিয়ত করে থাকেন, পনের দিনের বেশি অবশ্যই মক্কায় বসবাস করে থাকেন, অর্থাৎ তারা মুকীম হয়ে যান। মাসআলাটি না জানার কারণে, অনেক নিসাবের মালিকও একটি কুরবানীই করে থাকেন। অথচ তার উপর দু’টি কুরবানী করা আবশ্যক। একটি হজ্বের তামাত্তু এর দমে শোকর। আরেকটি হল, কুরবানী।

Leave a Comment

Your email address will not be published.