জুমাবারের বিশেষ ও নিয়মিত আমাল

আজ পবিত্র জুমাবার……
মুসলিম সমোজে জুমার দিন বিশেষ গুরুত্ব রাখে। মহান রাব্বুল আলামীনের কছে এই দিন টি অন্য ৬ দিন থেকে বেশী তাৎপর‌যপূর্ন। জুমার দিনে বিশেষ কিছু আমল আছে।

এর মধ্যে অন্যতম হলো সূরা কাহাফের আমল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সূরা কহাফ শুক্রবারে পড়তে ভূলতেন না।
আর আমাদের জন্য তো এইটা জরুরি।
হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ”যেই ব্যক্তি প্রতি শুক্রবার নিয়মিতভাবে সূরা কাহাফ তিলাওয়াত করবে মহান রাব্বুল আলামীন তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্ত রাখবেন।”
আর এই দাজ্জালের ফেতনা থেকে মুক্ত থাকার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দু’আ করতেন।
আমরা যেন ভূলে না যাই এই আমল এর কথা।
মহান রাব্বুল আলামীন আমাদের দাজ্জালের ফেতনা থেকে মুক্ত রাখেন।
আমীন।

Leave a Comment

Your email address will not be published.