তাকলীদ কি?

তাকলিদ কি???

এই যে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত আজ সারা দুনিয়া। একি লক্ষ কোটি মানুষের আবিস্কার? পাতালের ট্রেন থেকে আকাশের বিমান পরযন্ত সকল আবিস্কারই তো  বিশেষ একজন বিজ্ঞানী কিংবা বিজ্ঞানীদের ক্ষুদ্র কোন টিমের আবিস্কার। অত:পর সেই ক্ষুদ্র দল সাধ স্বপ্ন সামর্থ সব কিছু বিলিয়ে দিয়ে আবিস্কার করেছেন কিছু রীতি ও পদ্ধতি। সেই রীতি পথ ও পদ্ধতি অনুসরণ করেই এগিয়ে চলছে পৃথিবী অআমান্য সফলতা ও প্রপ্তির দিকে। অগ্ররমান পৃথিবীর এই তো প্রকৃত তত্ত্ব। আমাদের ধর্মীয় পরিভাসায় একেই বলে “তাকলীদ” !!!!

মূলত যে ব্যক্তি জানে না সেই ব্যক্তির জন্য জনে এমন কারো অনুসরণ করে কাংখিত মনযিলের দিকে এগিয়ে যাওয়াকেই “তাকলীদ” বলে।

 

 

সূত্র: ীনুবাদকের আরয, মাযহাব ও তাকলীদ কি ও কেন

Leave a Comment

Your email address will not be published.